পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৬:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন চান্দি মধ্যপাড়া গ্রামের কাজল মিয়া উরফে হানিফ (২২) এবং আখাউড়া থানাধীন আজমপুর রাজাপুর মোছাঃ সাদিয়া আক্তার (২০)।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানাধীন দৌলতপুর সাকিনস্থ গুদুরাঘাট এলাকার বেড়িবাঁধের ওপর অভিযান পরিচালনা করে ধর্মপাশা থানা পুলিশের একটি দল।
অভিযানের সময় গ্রেফতারকৃতদের নিকট থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে সাদা রংয়ের পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই কাজল মিয়া ওরফে হানিফ এবং মোছাঃ সাদিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ধর্মপাশা থানার এসআই মোঃ রফিকুল ইসলাম, তার সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





















