সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

- আপডেট সময়ঃ ০১:০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে।
ধর্ষণ: প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদে পড়তে আসা এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান (৪২) কে আটক করেছে পুলিশ।
আটককৃত শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট থানার বানীগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন।
অভিযোগ ও পুলিশ সুত্র থেকে জান যায়,চলমান রমজান মাসে ইত্তেহাদুল কোরআন বাংলাদেশ-এর অধীনে বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছিল। উক্ত প্রতিষ্ঠানে ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান দায়িত্বে ছিলেন এবং একইসঙ্গে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন।অভিযুক্ত মাওলানা শফিকুর রহমান কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে এবং একপর্যায়ে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ বের হয়ে গেলে সে কৌশলে মসজিদের ইমামের হুজরা খানায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়।কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। কিন্তু শনিবার(৮ মার্চ) তারিখে একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে আজ রবিবার (০৯ মার্চ) বিকালে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অভিযোগের সত্ততা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান আকন্দ। তিনি সুনামগঞ্জ সংবাদ কে জানান, আমরা অভিযোগ পেয়েছি। আসামী গ্রেফতার আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে।