বিশ্লেষকরা মনে করছেন, চলমান আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে।
ইরানে ৭০০ বিদেশি গুপ্তচর আটক: জাতীয় নিরাপত্তায় বড় সাফল্য দাবি তেহরানের

- আপডেট সময়ঃ ০২:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে।
সূত্র: ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (IRNA) / সংগৃহীত
📍 আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক হক বার্তা
📅 প্রকাশিত: ২৬ জুন ২০২৫
ইরানের গোয়েন্দা সংস্থা এক অভূতপূর্ব অভিযানে দেশজুড়ে ৭০০ জন বিদেশি গুপ্তচরকে চিহ্নিত ও আটক করার দাবি করেছে। বুধবার সকালে তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, “দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা ইউনিট ও বিপ্লবী গার্ড বাহিনী দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। এরই ধারাবাহিকতায় আমরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ৭০০ জন সন্দেহভাজন গুপ্তচরকে চিহ্নিত করে আটক করেছি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যুক্ত বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ইরানের সামরিক স্থাপনা, পরমাণু কর্মসূচি ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিল।
গোয়েন্দা মন্ত্রণালয় আরও দাবি করেছে, এদের অনেকেই সামাজিক আন্দোলনের নামে সাধারণ জনগণকে উত্তেজিত ও বিভ্রান্ত করার কাজেও লিপ্ত ছিল।
তবে আন্তর্জাতিক পর্যায়ে এ সংক্রান্ত কোনো স্বাধীন যাচাই বা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ইরানের এই দাবিকে নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, চলমান আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে।
📌 আরও আপডেটের জন্য চোখ রাখুন ‘দৈনিক হক বার্তা’তে।