এক শহীদুল প্রবাসী, মরদেহের আঙুলের ছাপে বিস্ময়
- আপডেট সময়ঃ ১০:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে।
নারায়নগঞ্জের শ্রীনিবাসদী এলাকায় গোপালদী-মাহমুদপুর সংযোগ সড়কের পাশ থেকে মস্তকবিহীন মরদেহটি সিলেটের শহীদুল ইসলামের (৩৬) নয়।
এই শহীদুল প্রায় ১০ বছর থেকে আমেরিকয়া বসবাস করে আসছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় বসবাস করেন।
নারায়ণগঞ্জে যে মরদেহটি পুলিশ উদ্ধার করেছে সেই মরদেহের আঙুলের ছাপ অনুসারে জাতীয় পরিচয়পত্রে সিলেটের শহীদ ইসলামের সব তথ্য উঠে আসে পিবিআই’র তদন্ত দলের কাছে।
কিভাবে এটা সম্ভব হলো এ রহস্যের জট খুলতে এবার মাঠে নেমেছে তদন্ত দল। পিবিআই’র তদন্ত দল এখন পর্যন্ত মস্তকবিহীন মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় রহস্যের মধ্যে পড়েছে।
পরিচয় শনাক্ত না হওয়ায় মস্তকবিহীন অজ্ঞাত যুবকের মরদেহটি নারায়নগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এরআগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের শ্রীনিবাসদী এলাকায় গোপালদী-মাহমুদপুর সংযোগ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে অজ্ঞাত ব্যক্তির পরিচয় না পাওয়ায় নারাষণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানায়।
এরআগে পুলিশ জানায়, শহীদুল ইসলামের (অজ্ঞাত যুবক) মরদেহ উদ্ধারের পরে প্রযুক্তির সাহায্যে আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। লাশটির মাথা এখনো পাওয়া যায়নি। তার পেট কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
জাতীয় পরিচয়পত্র অনুসারে স্থায়ী ঠিকানা নগরীর হাউজিং এস্টেট এলাকার ৪৭/এ ৩য় তলা এবং বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে নগরীর মুন্সিপাড়া এলাকার ডি ব্লকের ৭১ নং বাসার। তার পিতার নাম মরহুম আনোয়ারুল ইসলাম উল্লেখ করা আছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সিলেটভিউ’কে জানান, উদ্ধার হওয়া মস্তকবিহীন মরদেহটি সিলেটের শহীদুল ইসলামের নয়। আসল শহীদুল বসবাস করেন আমেরিকায়। তিনি ১০ বছর থেকে আমেরিকায় বসবাস করেন। খাদিমপাড়া এলাকায় বর্তমানে বসবাস করেন বলে জানিয়েছেন শহীদুলের স্বজনরা।
তবে জাতীয় পরিচয়পত্রে অজ্ঞাত মরদেহের ফিঙ্গারে সিলেটের শহীদুলের তথ্য কিভাবে আসল এ বিষয়ে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য সিলেটের শহীদুল সাথে মিল পাওয়া যায়। কিভাবে তথ্য মিলেছে সিলেটের শহীদুলের সাথে তা জানা নেই। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।
পিবিআই তদন্ত দল এই ঘটনার রহস্য উদঘাটনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন প্রযুক্তিগত উপায় ব্যবহার করে মরদেহের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। এদিকে, স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত এই ঘটনার সমাধান চায়। পুলিশ জানায়, তারা আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
এছাড়া, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ নিয়মিত আপডেট দিচ্ছে এবং জনগণকে সহায়তার জন্য আহ্বান জানাচ্ছে।
তথ্যসহায়তাঃসিলেটভিউ




















