জগন্নাথপুরে তুচ্ছ বিষয়ে যুবক খুন

- আপডেট সময়ঃ ১১:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম নামের ২৪ বছর বয়সী এক যুবক খুন হওয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার ওই যুবকের বাবা ইউনুস আলী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত হলেন— হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে সাইফুর রহমান (৩২)। সে মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
মামলা সূত্রে জানা গেছে, মামলায় উল্লেখিত আসামিদের সঙ্গে ওই যুবক সাইফুর রহমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আসামিরা একাধিকবার সাইফুরকে মারপিট করেন এবং হত্যার হুকমি দিয়ে আসছিলেন।
মামলার বাদী নিহতের বাবা ইউনুস আলী বলেন, হত্যাকারীরা হাজার-দেড় হাজার টাকা পাওনা দাবি করে আমার ছেলেকে মারপিট করতো। এমনকি হত্যার হুমকিও দিতো। কিন্তু আমার ছেলে বলেছিল, তার কাছে ওরা কেউই কোন টাকা পায় না। একমাস আগে প্রকাশ্যে আমার ছেলেকে তারা (আসামীরা) জোর করে মাদক সেবন করানোরও চেষ্টা করে। আমি খুনিদের ফাঁসি চাই।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা হক বার্তাকে জানান, আসামির বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকালে রৌয়াইল গ্রামের পাশের ফসলি জমি থেকে ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।