০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে।

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিল ও ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। গত রোববার রাতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রৌয়া বিল ও ওয়াচ টাওয়ার এলাকার মধ্যে হাউসবোট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সেই সঙ্গে পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়। নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুনামগঞ্জ হাউসবোট অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি আরাফাত হোসেন বলেন, “পূর্বে এসব নির্দেশনা অলিখিতভাবে মানা হতো, এবার তা লিখিতভাবে এসেছে। হাউসবোট নির্ধারিত জায়গায় রেখে হাতে চালিত নৌকায় করে দর্শনার্থীরা যেতে পারবেন। আমরা নির্দেশনা মেনে চলব।”

এর আগে, জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য ‘অবশ্য পালনীয়’ ১৩টি নির্দেশনা জারি করে। এর মধ্যে রয়েছে উচ্চ শব্দে গান বাজানো, প্লাস্টিক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার, মাছ ধরা, পাখি বা ডিম সংগ্রহ, গাছ কাটা ও বনজ সম্পদ সংগ্রহ নিষিদ্ধ।

এছাড়া, পর্যটকদের লাইফ জ্যাকেট ব্যবহার, নির্ধারিত নৌপথ অনুসরণ, ফ্ল্যাশ ছাড়া ছবি তোলা এবং স্থানীয় গাইডের সহায়তা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক কবির আহমদ বলেন, “হাউসবোটগুলো রৌয়া বিলে ঢুকতে না পারলে হাওরের জীববৈচিত্র্যের ক্ষতি অনেকাংশে কমবে।”

পরিবেশবান্ধব ও শৃঙ্খলিত পর্যটন নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। এর আগে ঢাকায় টাঙ্গুয়ার হাওর রক্ষায় মানববন্ধনসহ ছয় দফা দাবি উত্থাপন করেন হাওরবাসী।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট সময়ঃ ১১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিল ও ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। গত রোববার রাতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রৌয়া বিল ও ওয়াচ টাওয়ার এলাকার মধ্যে হাউসবোট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সেই সঙ্গে পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়। নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুনামগঞ্জ হাউসবোট অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি আরাফাত হোসেন বলেন, “পূর্বে এসব নির্দেশনা অলিখিতভাবে মানা হতো, এবার তা লিখিতভাবে এসেছে। হাউসবোট নির্ধারিত জায়গায় রেখে হাতে চালিত নৌকায় করে দর্শনার্থীরা যেতে পারবেন। আমরা নির্দেশনা মেনে চলব।”

এর আগে, জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য ‘অবশ্য পালনীয়’ ১৩টি নির্দেশনা জারি করে। এর মধ্যে রয়েছে উচ্চ শব্দে গান বাজানো, প্লাস্টিক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার, মাছ ধরা, পাখি বা ডিম সংগ্রহ, গাছ কাটা ও বনজ সম্পদ সংগ্রহ নিষিদ্ধ।

এছাড়া, পর্যটকদের লাইফ জ্যাকেট ব্যবহার, নির্ধারিত নৌপথ অনুসরণ, ফ্ল্যাশ ছাড়া ছবি তোলা এবং স্থানীয় গাইডের সহায়তা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক কবির আহমদ বলেন, “হাউসবোটগুলো রৌয়া বিলে ঢুকতে না পারলে হাওরের জীববৈচিত্র্যের ক্ষতি অনেকাংশে কমবে।”

পরিবেশবান্ধব ও শৃঙ্খলিত পর্যটন নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। এর আগে ঢাকায় টাঙ্গুয়ার হাওর রক্ষায় মানববন্ধনসহ ছয় দফা দাবি উত্থাপন করেন হাওরবাসী।