দেশের সমুদ্র বন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

- আপডেট সময়ঃ ০৮:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে।
দেশের তিন-টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তাদের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরে বড় আকারের মেঘ সৃষ্টির হওয়ার জন্যই এ সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর গুলোর ওপর দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। আর এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষে এ সতর্কসংকেত দিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ওমর ফারুক। তিনি বলেন, সাগরে বিপুল মেঘ সৃষ্টির জন্যই এ সতর্কসংকেত দেওয়া হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে। তবে এই সতর্কবার্তা দেওয়ার সঙ্গে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কোনো সম্পর্ক নেই বলে জানান ওমর ফারুক।
তিনি বলেন, ২৫ থেকে ২৬ মে সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে ২৮ থেকে ২৯ মের মধ্যে ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করতে পারে। তবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি।
#@#