১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
মাদক অভিযানে মাদক বহন ও সেবনের অপরাধে ০৬ জনকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
- আপডেট সময়ঃ ০৯:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইকবাল নগর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের সমন্বয়ে সার্বিক সহোযোগিতায় সুনামগঞ্জ সদর থানাধীন নতুনপাড়া, ইকবাল নগর পয়েন্ট এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে মাদক বহন ও সেবনের অপরাধে ০৬ জনকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।





















