এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন
শিরোনাম: সুনামগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ

- আপডেট সময়ঃ ০৯:৫২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে।
ছবি: সিলেট ব্যাটালিয়ন-২৮, বিজিবি
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে সুনামগঞ্জ-২৮ সিলেট ব্যাটালিয়নের সদস্যরা বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্ত এলাকা থেকে ১০,০০০ প্যাকেট ভারতীয় বিড়ি এবং তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর সীমান্ত থেকে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
অভিযানকালে কোনো ব্যক্তি বা পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, জব্দকৃত বিড়িগুলো শুল্ক কর্তৃপক্ষ এবং মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে প্রতিনিয়ত মাদক ও চোরাচালানকারীরা ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চালায়। এসব প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।