০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে বগুড়ায়

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৯:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৮০ বার পড়া হয়েছে।

২০২৪ সালে সংঘর্ষের ঘটনায় পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে বগুড়ায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। মামলাটি দায়ের করেছেন বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে নয়ন মিয়া।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ।

এছাড়া মামলায় নাম রয়েছে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম এবং শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর।

মামলার বাদী নয়ন মিয়ার ভাষ্য মতে, ২০২৪ সালের ৪ আগস্ট শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর অভিযুক্তরা কাটা রাইফেল, আগ্নেয়াস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। গুলি চালানোর সময় নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে এবং তিনি গুরুতর জখম হন। পরে জনতা প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাশির বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

 

 

সুত্র:বাংলাদেশপ্রতিদিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শেখ হাসিনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে বগুড়ায়

আপডেট সময়ঃ ০৯:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

২০২৪ সালে সংঘর্ষের ঘটনায় পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে বগুড়ায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। মামলাটি দায়ের করেছেন বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে নয়ন মিয়া।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ।

এছাড়া মামলায় নাম রয়েছে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম এবং শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর।

মামলার বাদী নয়ন মিয়ার ভাষ্য মতে, ২০২৪ সালের ৪ আগস্ট শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর অভিযুক্তরা কাটা রাইফেল, আগ্নেয়াস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। গুলি চালানোর সময় নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে এবং তিনি গুরুতর জখম হন। পরে জনতা প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাশির বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

 

 

সুত্র:বাংলাদেশপ্রতিদিন