সন্ধ্যায় দেশে আসবে জুলাই যোদ্ধা ওসমান হাদির মরদেহ
- আপডেট সময়ঃ ১২:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে।
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বেলা ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।’
বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।
১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অস্ত্রোপচারের পর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত ও শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির অবদান ও সংগ্রামকে স্মরণ করে তাঁরা একটি স্মরণসভা আয়োজন করবে। এদিকে, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা শোকাহত অবস্থায় রয়েছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে তাঁর সহকর্মীরা বলেছেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি সবসময় জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করে তাঁরা এগিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন।
এদিকে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বিভিন্ন সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া, বিভিন্ন স্থানে তাঁর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হবে। শরিফ ওসমান হাদির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় আসছেন, যা তাঁর প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।
তথ্যসহায়তাঃবাসস




















