সুনামগঞ্জের লাউড়েরগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ
- আপডেট সময়ঃ ১১:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্ত অতিক্রম করে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পেয়াজ, চিনিসহ বিভিন্ন পণ্যের চালান জব্দ করেছে।
মঙ্গলবার গভীর রাতে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে মালিকবিহীন অবস্থায় ২টি বারকী নৌকা আটক করা হয়। নৌকাগুলো তল্লাশি করে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২, লাখ ৭১ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের স্বার্থ রক্ষা ও পেঁয়াজ উৎপাদনে আরও উৎসাহ দিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে স্থলপথের পাশাপাশি নৌপথেও বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
আটককৃত নৌকা, পেঁয়াজ ও চিনি শুল্ক কার্যালয় জমা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিজিবির এই অভিযানের ফলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশের প্রবণতা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনী একযোগে কাজ করে চলেছে যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আমদানি রোধ করা যায়।
এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হলে, স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবেন এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া, স্থানীয় জনগণকেও সচেতন করা হচ্ছে যাতে তারা চোরাচালানের সঙ্গে যুক্ত না হয় এবং আইন মেনে চলে। বিজিবির এই তৎপরতা সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।




















