সুনামগঞ্জে আলোচিত ইয়াবা মিনার গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৩:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে একাধিক মামলার পলাতক আলোচিত আসামি মিনার উদ্দিন প্রকাশ ওরফে ইয়াবা মিনার (৩১)-কে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার (এসআই) মনিরুজ্জামান সজল। তিনি জানান, “আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মিনার উদ্দিনকে আজ দুপুরে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”
আদালত সূত্রে জানা যায়, মিনার উদ্দিন দায়রা মামলা নং ৫৮৮/২০২৫-এর এক হত্যা মামলার প্রধান আসামি। গত ২০ অক্টোবর সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পুলিশ জানায়, মিনার উদ্দিন প্রকাশ ইয়াবা মিনার শুধুমাত্র হত্যা মামলার আসামিই নন; তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আইন, মাদক নিয়ন্ত্রণ আইন ও চাঁদাবাজি সংক্রান্ত অন্তত আরও তিনটি এজহারভুক্ত মামলা রয়েছে। প্রতিটি মামলাতেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত মিনার উদ্দিনের বাড়ি দোয়ারাবাজার উপজেলার মানারগাঁও ইউনিয়নের মান্নারগাও গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মো. মনিরুজ্জামান সজল বলেন- “আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। মিনার উদ্দিনকে গ্রেফতারের মাধ্যমে দীর্ঘদিনের পলাতক আসামির একটি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি হয়েছে।”
আইনজীবী মহল ও এলাকাবাসী বলছেন, এই গ্রেফতারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন হলো।





















