সুনামগঞ্জে নদীপথে গরু পাচারকালে ৩১টি গরুসহ স্টিলের নৌকা আটক
- আপডেট সময়ঃ ১০:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে সুরমা নদী থেকে ৩১টি গরুসহ একটি স্টিলের নৌকা আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়মিত টহল ও গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, সুরমা নদীপথে সন্দেহজনকভাবে চলাচলরত একটি স্টিলের নৌকায় তল্লাশি চালানো হলে নৌকাটিতে ৩১টি গরু পাওয়া যায়। তবে গরুগুলোর মালিকানা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র কিংবা ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হন নৌকায় থাকা ব্যক্তিরা।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আটককৃত গরুগুলো প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, “আটককৃত গরু ও স্টিলের নৌকাটি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পাচারকারীদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ আরও জানায়, গরুগুলোর মালিকানা নিশ্চিত করতে এবং পাচারকারীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে পুলিশ নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। স্থানীয় জনগণকে সচেতন করতে এবং সহযোগিতা পেতে থানার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সুরমা নদীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কার্যক্রম প্রতিরোধ করা যায়।




















