সুনামগঞ্জে পৌর বিএনপি সদস্যকে কুপিয়ে জখম: অভিযোগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

- আপডেট সময়ঃ ১২:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা শহরের জামাইপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে পৌর বিএনপির সদস্য সুমন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের ডাক্তার আলী আশরাফের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন মিয়াকে দা, চুরি ও রড দিয়ে আঘাত করে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় অভিযুক্তরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিহান (পিতা শাহিনুর মিয়া) রনি (পিতা জহুর মিয়া), রাহুল মিয়া (পিতা জহুর মিয়া), ছাত্রলীগ সদস্য আলী হোসেন (পিতা সদরুতুল)।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরিফ উল্লার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীরা কিভাবে প্রতিপক্ষের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।