০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে, পাইলটসহ নিহত ৭ জন

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১২:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের কোলে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থানের কেদারনাথ মন্দির দর্শন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সোয়া ৫টা নাগাদ। আরিয়ান অ্যাভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও এক শিশুসহ ছয় পূণ্যার্থী ছিলেন। এরা সকলেই মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা।

গত ২মে থেকে কেদারনাথ ধামের দরজা খুলে দেয়ার পর গত ছয় সপ্তাহে ৫টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্গম পথ পেরিয়ে কেদারনাথ দর্শনে যাওয়ার কষ্ট লাঘব করতে পূণ্যার্থীদের মধ্যে হেলিকপ্টারে যাওয়ার প্রবণতা বেড়েছে।

 

জানা গেছে, রবিবার ভোরে কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার সময় ১০ মিনিটের যাত্রাপথে গৌরীকুণ্ড এবং সোনপ্রয়গের মাঝামাঝি জায়গায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৫ টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বিমানে সাতজন ছিলেন- ছয়জন তীর্থযাত্রী  এবং একজন পাইলট।
যান্ত্রিক ত্রুটি এবং আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে ভেঙে পড়া হেলিকপ্টারটি দেখতে পেয়ে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী  দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পথে, উদ্ধার কাজ শুরু করেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি  সমাজমাধ্যমে লিখেছেন, রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত দুঃখজনক খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

 

 

সুত্র:মানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে, পাইলটসহ নিহত ৭ জন

আপডেট সময়ঃ ১২:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের কোলে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থানের কেদারনাথ মন্দির দর্শন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সোয়া ৫টা নাগাদ। আরিয়ান অ্যাভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও এক শিশুসহ ছয় পূণ্যার্থী ছিলেন। এরা সকলেই মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা।

গত ২মে থেকে কেদারনাথ ধামের দরজা খুলে দেয়ার পর গত ছয় সপ্তাহে ৫টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্গম পথ পেরিয়ে কেদারনাথ দর্শনে যাওয়ার কষ্ট লাঘব করতে পূণ্যার্থীদের মধ্যে হেলিকপ্টারে যাওয়ার প্রবণতা বেড়েছে।

 

জানা গেছে, রবিবার ভোরে কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার সময় ১০ মিনিটের যাত্রাপথে গৌরীকুণ্ড এবং সোনপ্রয়গের মাঝামাঝি জায়গায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৫ টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বিমানে সাতজন ছিলেন- ছয়জন তীর্থযাত্রী  এবং একজন পাইলট।
যান্ত্রিক ত্রুটি এবং আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে ভেঙে পড়া হেলিকপ্টারটি দেখতে পেয়ে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী  দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পথে, উদ্ধার কাজ শুরু করেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি  সমাজমাধ্যমে লিখেছেন, রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত দুঃখজনক খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

 

 

সুত্র:মানবজমিন