সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
- আপডেট সময়ঃ ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল রবিবার (৩১ আগস্ট) রাত ৯টায় প্রকাশিত হয়েছে।
এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে মোট ২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে ২৫ জন পুরুষ এবং ৪ জন নারী। রবিবার সকালে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরপরই মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লিখিত অংশে উত্তীর্ণ ৩৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

এ আদর্শ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশ সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ তৈরি করেছে। বিশেষ করে পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের যোগ্য ও মেধাবী তরুণ-তরুণীরা এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা-তে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
উল্লেখ্য, এ নিয়োগ প্রক্রিয়ায় ১,০৫১ জন প্রার্থী কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৪৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান এবং সর্বশেষ ৩৭ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।





















