০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
ছাতক উপজেলার জালালালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার :
- আপডেট সময়ঃ ১২:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ৯৮ বার পড়া হয়েছে।
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় স্কুল ছুটি শেষে সড়ক পাড় হওয়ার সময় হোসেন আহমদ (১১) নামের এক স্কুল ছাত্র মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এনা পরিবহণের একটি বাস ওই স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনা স্থলে সে মারা যায়।
নিহত হোসেন আহমদ জাউয়াবাজার ইউনিয়নের কটালপুর নোয়াগাও গ্রামের মজলুম আলী পুত্র। এই ঘটনায় এলাকাবাসী ৪০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে জয়কলস হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ এনা পরিবহনের বাস আটক করলেও বাসের চালক ও হেলপারসহ স্টাফ পালিয়ে গেছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নাজমুল হক বলেন, স্কুল ছুটির পর চতুর্থ শ্রেণির ছাত্র সিলেট সুনামগঞ্জ সড়ক পাড় হয়ে বাড়ি ফেরার সময় দ্রুতগতিতে আসা এনা পরিবহণের বাসটি স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনা স্থলে সে মারা যায়।
ট্যাগসঃ




















