১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, সড়ক অবরোধে যানজট

সামিয়ান তাজুল
  • আপডেট সময়ঃ ১১:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হেল্পার শিক্ষার্থীর মারামারির ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটার পর শ্রমিকরা বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত সুনামগঞ্জ মল্লিকপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশন থেকে শিক্ষার্থীরা একটি বাসে করে শান্তিগঞ্জ যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর সময় বাসভাড়া নিয়ে হেল্পারের সঙ্গে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর বচসা হয়।

অভিযোগ রয়েছে, হেল্পার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন এবং এর পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দাবি, একজন হেল্পার শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন অন্যদিকে শিক্ষার্থীরাও জানান তাদেরকে মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, ঘটনায় জয় ও আরিফ নামে দুই শিক্ষার্থীকে মারধর করে হেল্পার। নেশাগ্রন্ত হয়ে হেল্পার তাদের মারধর করে।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি নূরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও ভাড়া নিয়ে বিরোধে জড়িয়েছেন। আজ এক শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন। আমরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। অবরোধ দাবি না মানা পর্যন্ত চলবে।

সদর থানার ওসি মো. আবুল কালাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিকরা সাময়িকভাবে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। আমরা বিষয়টি উর্ধতন মহলকে অবগত করেছি।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, সড়ক অবরোধে যানজট

আপডেট সময়ঃ ১১:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হেল্পার শিক্ষার্থীর মারামারির ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটার পর শ্রমিকরা বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত সুনামগঞ্জ মল্লিকপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশন থেকে শিক্ষার্থীরা একটি বাসে করে শান্তিগঞ্জ যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর সময় বাসভাড়া নিয়ে হেল্পারের সঙ্গে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর বচসা হয়।

অভিযোগ রয়েছে, হেল্পার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন এবং এর পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দাবি, একজন হেল্পার শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন অন্যদিকে শিক্ষার্থীরাও জানান তাদেরকে মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, ঘটনায় জয় ও আরিফ নামে দুই শিক্ষার্থীকে মারধর করে হেল্পার। নেশাগ্রন্ত হয়ে হেল্পার তাদের মারধর করে।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি নূরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও ভাড়া নিয়ে বিরোধে জড়িয়েছেন। আজ এক শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন। আমরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। অবরোধ দাবি না মানা পর্যন্ত চলবে।

সদর থানার ওসি মো. আবুল কালাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিকরা সাময়িকভাবে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। আমরা বিষয়টি উর্ধতন মহলকে অবগত করেছি।