০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

বিশ্বম্ভরপুরে অবৈধ বালু পরিবহনে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময়ঃ ০৭:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ২ বার পড়া হয়েছে।

বিশ্বম্ভরপুর বাজার এলাকায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি স্টিল বডি বালুবাহী নৌকা জব্দ এবং অভিযুক্ত একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

 

আজ বুধবার (০৭ আগস্ট ২০২৫) সকাল ১১টায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাজার ঘাট এলাকায় অবৈধভাবে বালু পরিবহন করছিল এমন এক ব্যক্তিকে বালুর নৌকাসহ আটক করা হয়। মোবাইল কোর্টে দোষী সাব্যস্ত করে তাকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানে জব্দকৃত নৌকাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

 

তবে অভিযানের পূর্ব মুহূর্তে স্থানীয় এক সচেতন নাগরিক বিষয়টি জানাতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফোন করেন, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে থানার সেকেন্ড অফিসার এসআই সালাম-কে ফোন করা হলে তিনি জানান, “স্যার (ওসি) এর অনুমতি ছাড়া ঘটনাস্থলে যাওয়া সম্ভব নয়।”

 

এ নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে। অনেকেই মনে করছেন, স্থানীয় প্রশাসনের একাংশ যদি সাড়া না দেয়, তাহলে এমন অপরাধ চিহ্নিত ও নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিশ্বম্ভরপুরে অবৈধ বালু পরিবহনে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ০৭:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

বিশ্বম্ভরপুর বাজার এলাকায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি স্টিল বডি বালুবাহী নৌকা জব্দ এবং অভিযুক্ত একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

 

আজ বুধবার (০৭ আগস্ট ২০২৫) সকাল ১১টায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাজার ঘাট এলাকায় অবৈধভাবে বালু পরিবহন করছিল এমন এক ব্যক্তিকে বালুর নৌকাসহ আটক করা হয়। মোবাইল কোর্টে দোষী সাব্যস্ত করে তাকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানে জব্দকৃত নৌকাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

 

তবে অভিযানের পূর্ব মুহূর্তে স্থানীয় এক সচেতন নাগরিক বিষয়টি জানাতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফোন করেন, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে থানার সেকেন্ড অফিসার এসআই সালাম-কে ফোন করা হলে তিনি জানান, “স্যার (ওসি) এর অনুমতি ছাড়া ঘটনাস্থলে যাওয়া সম্ভব নয়।”

 

এ নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে। অনেকেই মনে করছেন, স্থানীয় প্রশাসনের একাংশ যদি সাড়া না দেয়, তাহলে এমন অপরাধ চিহ্নিত ও নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।