০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

মধ্যনগরে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ২০০ লিটার অবৈধ চোলাই মদ ধ্বংস

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ০৯:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারের কাচারি ঘাটসংলগ্ন মেথর পট্টিতে অবৈধ চোলাই মদ উৎপাদন কেন্দ্রের সন্ধান পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ২০০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ উপস্থিত ছিলেন।

‎অভিযান চলাকালে মদের ভাট্টির সব সরঞ্জাম ও কাঁচামাল ধ্বংস করে দেওয়া হয় এবং স্থানীয়দের সতর্ক করা হয়।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “দুর্গাপূজার সময় শান্তি-শৃঙ্খলা রক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। কেউ যাতে মাদক সেবন করে পূজার পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

‎মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, “আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। পূজাকে সামনে রেখে চোলাই মদের উৎপাদনের আলামত পাওয়া গেছে। এটি যদি চলতো, পূজার সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারত। তাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এবছর দুর্গাপূজায় কেউ মাদক সেবন বা অপরাধমূলক কাজে জড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পূজার সময় এ ধরনের অভিযান এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মধ্যনগরে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ২০০ লিটার অবৈধ চোলাই মদ ধ্বংস

আপডেট সময়ঃ ০৯:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

‎সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারের কাচারি ঘাটসংলগ্ন মেথর পট্টিতে অবৈধ চোলাই মদ উৎপাদন কেন্দ্রের সন্ধান পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ২০০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ উপস্থিত ছিলেন।

‎অভিযান চলাকালে মদের ভাট্টির সব সরঞ্জাম ও কাঁচামাল ধ্বংস করে দেওয়া হয় এবং স্থানীয়দের সতর্ক করা হয়।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “দুর্গাপূজার সময় শান্তি-শৃঙ্খলা রক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। কেউ যাতে মাদক সেবন করে পূজার পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

‎মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, “আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। পূজাকে সামনে রেখে চোলাই মদের উৎপাদনের আলামত পাওয়া গেছে। এটি যদি চলতো, পূজার সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারত। তাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এবছর দুর্গাপূজায় কেউ মাদক সেবন বা অপরাধমূলক কাজে জড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পূজার সময় এ ধরনের অভিযান এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।