যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, নিহত ৭
- আপডেট সময়ঃ ১২:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।
ছোট এই বিমানে থাকা দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ ৭ জন নিহত হয়েছেন। তারা বিফেলের পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে জানা গেছে, বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট উড়োজাহাজ। এটি বিফেলের নামে নিবন্ধিত ছিল। বৃহস্পতিবার সকালে দিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রধান শহর নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছিলেন বিফেল ও তার পরিবারের সদস্যরা।
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবাহওয়ার জেরে স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটে স্টেটসভিলের বিমান বন্দরের রানওয়েতে আছড়ে পড়ে উড়োজাহাজটি এবং সেটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বিমানটিতে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি।
এই দুর্ঘটনার পরপরই জরুরি সেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে, আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজে বেশ কিছুটা বিলম্ব ঘটে। স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে কাজ করলেও, বিমানে থাকা কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। গ্রেগ বিফেল একজন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব হওয়ায় তার অনুরাগী এবং বন্ধুবান্ধবরা গভীর শোক প্রকাশ করেছেন। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর এবং অন্যান্য নেতৃবৃন্দও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই তদন্ত পরিচালনা করছে। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও, তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।
তথ্যসহায়তাঃমানবজমিন




















