১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

জাল সনদে শিক্ষকতার চাকুরি করে নেয়া ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০১:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে।

‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও প্রায় এক হাজার ১৭২ জাল সনদধারী শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। 

‎জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে নেয়া ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করেছে অধিদপ্তর। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাত হওয়া ৭৯৩ একর জমি উদ্ধারে সুপারিশ করা হয়েছে।

‎সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন করে ডিআইএ। প্রতিবেদনে ৪০০ শিক্ষক-কর্মচারীর সনদ জাল এবং ৩০০ এর অধিকের সনদ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য এই প্রতিবেদন থেকে দেখা যায়, জাল চিহ্নিত হওয়া এক হাজার ১৭২ জন জাল সনদধারীর মধ্যে রাজশাহী বিভাগে ৭৭৯, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০, খুলনায় ১৭৯, চট্টগ্রামে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিআইএ’র প্রতিবেদন অনুযায়ী, এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন সনদ, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়েল, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল করা হয়েছে।

‎ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, শিগগিরই জাল সনদধারীদের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়াও তিনি ডিআইএ পরিদর্শনের নামে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সবাইকে কঠোরভাবে সতর্ক থাকতে বলেন।

‎ডিআইএ’র এই পদক্ষেপের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে। জাল সনদের মাধ্যমে চাকরি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় সঠিকতা বজায় রাখা সম্ভব হবে। এছাড়া, বেহাত হওয়া জমি উদ্ধারের সুপারিশ কার্যকর হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

‎শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ডিআইএ এই উদ্যোগগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে।

 

 

 

‎তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাল সনদে শিক্ষকতার চাকুরি করে নেয়া ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ

আপডেট সময়ঃ ০১:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও প্রায় এক হাজার ১৭২ জাল সনদধারী শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। 

‎জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে নেয়া ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করেছে অধিদপ্তর। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাত হওয়া ৭৯৩ একর জমি উদ্ধারে সুপারিশ করা হয়েছে।

‎সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন করে ডিআইএ। প্রতিবেদনে ৪০০ শিক্ষক-কর্মচারীর সনদ জাল এবং ৩০০ এর অধিকের সনদ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য এই প্রতিবেদন থেকে দেখা যায়, জাল চিহ্নিত হওয়া এক হাজার ১৭২ জন জাল সনদধারীর মধ্যে রাজশাহী বিভাগে ৭৭৯, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০, খুলনায় ১৭৯, চট্টগ্রামে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিআইএ’র প্রতিবেদন অনুযায়ী, এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন সনদ, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়েল, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল করা হয়েছে।

‎ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, শিগগিরই জাল সনদধারীদের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়াও তিনি ডিআইএ পরিদর্শনের নামে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সবাইকে কঠোরভাবে সতর্ক থাকতে বলেন।

‎ডিআইএ’র এই পদক্ষেপের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে। জাল সনদের মাধ্যমে চাকরি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় সঠিকতা বজায় রাখা সম্ভব হবে। এছাড়া, বেহাত হওয়া জমি উদ্ধারের সুপারিশ কার্যকর হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

‎শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ডিআইএ এই উদ্যোগগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে।

 

 

 

‎তথ্যসহায়তাঃমানবজমিন