০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০৬:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে।

‎মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ব্যবসায়ী।

নিহতের নাম শাহ ফয়জুর রহমান সেলিম (রুবেল)। তিনি এফ রহমান ট্রেডিং এর স্বত্বাধিকারী ছিলেন।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের ওই সময় একা দোকানে অবস্থান করছিলেন সেলিম। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

‎তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালকরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত সেলিমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে শহরের বনশ্রী এলাকায় বসবাস করতেন।

‎এই ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎নিহতের এক স্বজন নাসির উদ্দিন উজ্জ্বল বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে খুন হতে হলো, তাহলে নিরাপত্তা কোথায়? তার কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

‎মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন জানান, ঘটনার পেছনে কারা রয়েছে বা কী উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পরিষ্কার কোনো কারণ পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে।

‎সুত্র:চ্যানেল২৪

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

আপডেট সময়ঃ ০৬:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

‎মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ব্যবসায়ী।

নিহতের নাম শাহ ফয়জুর রহমান সেলিম (রুবেল)। তিনি এফ রহমান ট্রেডিং এর স্বত্বাধিকারী ছিলেন।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের ওই সময় একা দোকানে অবস্থান করছিলেন সেলিম। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

‎তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালকরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত সেলিমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে শহরের বনশ্রী এলাকায় বসবাস করতেন।

‎এই ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎নিহতের এক স্বজন নাসির উদ্দিন উজ্জ্বল বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে খুন হতে হলো, তাহলে নিরাপত্তা কোথায়? তার কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

‎মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন জানান, ঘটনার পেছনে কারা রয়েছে বা কী উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পরিষ্কার কোনো কারণ পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে।

‎সুত্র:চ্যানেল২৪