সিলেট বিভাগের সীমান্ত জুড়ে রাতে ও ভোরে বিএসএফের পুশইন ১৫৩

- আপডেট সময়ঃ ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা নারী ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন নারী ও ১২টি শিশু রয়েছে।
রবিবার (২৫ মে) সকালে বিয়ানীবাজার সীমান্তের বড়গ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফ। এর আগে শনিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। রাত ও ভোরে সিলেট সীমান্ত দিয়ে ১৫৩জনকে পুশইন করে বিএসএফ।
বিজিবি জানায়, ৫২ ব্যাটালিয়নের অধীন নওয়াগ্রাম বিওপির একটি টহল দল বরগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে সেখান থেকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, আটক ৫২ জনের সবাই বাংলাদেশি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। আটককৃতদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এর আগে শনিবার গভীর রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। গত ১ মাসে এ নিয়ে সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৯০ জনে।