সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, এক লক্ষ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা
- আপডেট সময়ঃ ০৬:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে।
সোমবার ( ১৫ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ সদর-এর যৌথ উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পাল।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে সদর উপজেলার বুড়িস্থল এলাকায় অবস্থিত মেসার্স এ. আর.বি ব্রিকস নামীয় ইটভাটাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এক্সকেভেটর দিয়ে কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর আশা করে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় পরিবেশের উন্নয়ন সাধিত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।



















