সুনামগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে ‘দ্য হাউজ বোট’: সাংবাদিকদের ওপর স্টাফদের হুমকি ও হয়রানি
- আপডেট সময়ঃ ০৬:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ১৮৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট সংলগ্ন এসিল্যান্ড ঘাটে অবস্থানরত বিলাসবহুল নৌযান ‘দ্য হাউজ বোট’-এ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌকার বিদ্যুৎ সংযোগটি দেওয়া হয়েছে সুনামগঞ্জ পৌরসভার ওয়াটার সাপ্লাই অফিসের সরকারি মিটার ব্যবহার করে—যা সম্পূর্ণ অবৈধ।
বিষয়টি তদন্ত করতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন হাউজ বোটের কর্মরত স্টাফরা। তারা সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ভিডিও ও ছবি ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করেন। এমনকি সাংবাদিকদের ছবি ও ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তারা।
স্টাফদের একাধিকজন দাবি করেন, “আমরা ৩ কোটি টাকা খরচ করে এই বোট বানিয়েছি, লোকাল প্রশাসনকে না জানিয়ে আমরা কিছু করি না।” তারা জানান, এডিসি রেজাউল করিমের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই তারা বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রেজাউল করিম বলেন, “আমি কোনো ধরনের অনুমতি দেইনি। অবৈধ কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে তার এই আশ্বাসের পরও ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
একইভাবে, বিদ্যুৎ সংযোগ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদকে জানানো হলে তিনিও বলেন, “আমি অনুমতি দেইনি, অবৈধ সংযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” কিন্তু বাস্তবে বিদ্যুৎ অফিস থেকেও দীর্ঘ সময় পর পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।
স্থানীয়দের প্রশ্ন, কার ইশারায় চলছে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ ও প্রশাসনের নীরবতা?
সাংবাদিকদের ওপর এমন আচরণ, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে নাগরিক সমাজ ও সাংবাদিক মহলের পক্ষ থেকে।





















