বৃটেনের লন্ডনে প্রকাশ্যে খুন, দুই কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

- আপডেট সময়ঃ ১২:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২ বার পড়া হয়েছে।
প্রকাশ্য দিবালোকে এক কিশোরকে ছুরিকাঘাত করে খুনের দায়ে অন্য দুই কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। যাদের সর্বনিম্ন সাজা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।
এ বছরের শুরুতে লন্ডনে ওই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, লন্ডনের ওল্ড বেইলি আদালতের বিচারক মার্ক লুক্রাফট ওই রায় দিয়েছেন। অভিযুক্তদের বয়স কম হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। ৭ জানুয়ারি ১৪ বছর বয়সী কেলইয়ান বোকাসাকে ওই দুই কিশোর ২৭ বার ছুরিকাঘাত করে। পরবর্তীতে সে মারা যায়।
অভিযুক্তদের জানুয়ারির শেষে গ্রেপ্তার করা হয়। মে মাসে তারা খুনের দায় স্বীকার করে।
এদিকে ওই ঘটনায় গ্যাং সহিংসতার সমস্যা নিয়ে লন্ডনে আবার উদ্বেগ বৃদ্ধি পায়। বৃটেন জুড়ে ২০১৫ সাল থেকে ছুরিকাঘাত সম্পর্কিত দুর্ঘটনা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর শুধু লন্ডনেই ১০ কিশোরকে গুরুতরভাবে জখম করা হয়।
এর আগে ২০২৩ সালে ১৮ জনকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বোসাকার এক ঘনিষ্ঠ বন্ধুকেও ছুরিকাঘাত করে খুন করা হয়। প্রসিকিউটররা একে গ্যাং সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন। গত বছর আগস্টে একই ধরণের আরও একটি ঘটনায় হতবাক হয়ে পড়ে গোটা বৃটেন। যেখানে এক কিশোর ছুরিকাঘাত করে তিন কিশোরীকে খুন করে। গোয়েন্দা প্রধান পরিদর্শক সারাহ লী বলেছে, লন্ডনের নির্মম বাস্তবতা হলো, সহিংসতা তরুণ কৃষ্ণাঙ্গ বালক ও পুরুষদের ওপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলছে।
সুত্র:মানবজমিন