মধ্যনগরে ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকা ও বালু জব্দ-গ্রেপ্তার ২৪
- আপডেট সময়ঃ ০৮:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৭ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জমশেরপুর গ্রামের সামনে থাকা উব্দাখালি নদীতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে সেখান থেকে চারটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৬০০ ঘণফুট বালু জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিবুর রহমান হক বার্তা-কে জানান, উপজেলার মধ্যনগর ইউনিয়নের জমশেরপুর গ্রামের সামনে থাকা উব্দাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আরিফপুর, কয়রাখালি, আমগড়া,কালিহালা ও নল্লাপাড়া গ্রামের ২৪জন ব্যক্তি তা অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে চারটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা, ৬০০ঘণফুট বালু ও ২৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ওইদিনই থানায় মামলা হয়েছে। আসামিদেরকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।





















