ছাতকে ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময়ঃ ১০:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে।
ছাতক থানা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজীব আবু জাফর (৪০), তিনি দোয়ারাবাজার থানার লাস্তবেরগাঁও গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ছাতক থানার একটি টিম উত্তর হাদাচানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ছাতক থানার এসআই আশরাফুল আলম চৌধুরী, সঙ্গে ছিলেন এএসআই তোলা মিয়া এবং সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলসহ অফিসার্স চয়েস ব্লু ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই রাজীব আবু জাফরকে গ্রেফতার করা হয়।
রবিবার বিকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

























