মালয়েশিয়ায় হুন্ডি (মানি লন্ডারিং) কারবারির অভিযোগে ৬ বাংলাদেশি আটক

- আপডেট সময়ঃ ১০:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।
মালয়শিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
২৮ জুলাই একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১.২১ মিলিয়ন রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা জব্দ করা হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, অভিযানে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য এবং দুই সপ্তাহের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
আটকদের মধ্যে একজন মূল পরিকল্পনাকারী ও আরেকজন হুন্ডির গ্রাহক বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আটক ছয়জনকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৬(১)(ডি) এবং ধারা ৬(৩) এর অধীনে তদন্তে সহায়তা করার জন্য আটক করা হচ্ছে।
জাকারিয়া বলেন, সিন্ডিকেটের মূলহোতার কাছে শ্রমিকের কাজের বৈধ ভিসা ছিল, আটক অন্য ৫ জনের কাছে বৈধ ভ্রমণের নথি ছিল না।
প্রাথমিক তদন্তে দেখা গেছে কর্তৃপক্ষের নজর এড়াতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে লাইসেন্সবিহীন হুন্ডি ব্যবসার কাজ পরিচালিত হচ্ছিল।
তিনি বলেন, আটকদের কাছ থেকে ইমিগ্রেশন বিভাগ নগদ ১২.১ মিলিয়ন রিঙ্গিত জব্দ করেছে। যা লাইসেন্সবিহীন অর্থ-লেনদেন কার্যক্রম থেকে প্রাপ্ত বলে সন্দেহ করা হচ্ছে। লেনদেনের রেকর্ড বই এবং দুটি মোবাইল ফোনসহ জব্দ করা হয়েছে।
জাকারিয়া বলেন, তদন্তে সহায়তা করার জন্য দুজন বাংলাদেশি পুরুষ এবং একজন স্থানীয় নারীকে ইমিগ্রেশন বিভাগে হাজির হতে নোটিশ জারি করা হয়েছে।
সুত্র:ঢাকাপোস্ট