০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ ”মাওলানা মোশতাক আহমদ”-কে উদ্ধারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১১:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬১ বার পড়া হয়েছে।

‎বিগত ৪০ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারকে অবগত করাসহ স্থানীয় থানায় একটি জিডি করা হয়।

গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের রাজনীতিবিদ ও সচেতন নাগরিকেরা।

‎আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারীও উচ্চারন করেন তারা। নেতৃবৃন্দরা বলেন,বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে বিরোধীয় মত ও পথের হাজাঁরো নেতাকর্মী গুম খুন ও নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু ২০২৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটাতে দেশে এত রক্তঝড়ার পরও এখন কেন গুম খুন ও নিখোঁজের ঘটনা ঘটবে তা আমাদেরকে ভাবিয়ে তুলে। একজন সহজ সরল ইসলামিক নেতা তাকে গুম করার পরও আইনশৃংখলা বাহিনী উদ্ধার করতে না পারাটা সুনামগঞ্জবাসির জন্য লজ্জার বিষয়। অবিলম্বে নিখোঁজ মোশতাক আহমদকে দ্রæত উদ্ধার করে তার পরিবারের নিকট পৌছে দিতে সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট জোর দাবী জানিয়ে শহরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন,জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভপুরী, জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা নুর হোসাইন আজিজ,মুফতি তাফাজ্জুল হক,জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ তাহা হোসাইন,মাওলানা আব্দুশ শহিদ,মাওলানা তায়েফ আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা যুবায়ের সাদী, মুফতি আব্দুল মালিক ত্বাহা, মাওলানা আহমদ শফী, মাওলানা হাফিজুর রহমান মারুফ ও মাওলানা মনজুর আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ ”মাওলানা মোশতাক আহমদ”-কে উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট সময়ঃ ১১:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‎বিগত ৪০ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারকে অবগত করাসহ স্থানীয় থানায় একটি জিডি করা হয়।

গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের রাজনীতিবিদ ও সচেতন নাগরিকেরা।

‎আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারীও উচ্চারন করেন তারা। নেতৃবৃন্দরা বলেন,বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে বিরোধীয় মত ও পথের হাজাঁরো নেতাকর্মী গুম খুন ও নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু ২০২৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটাতে দেশে এত রক্তঝড়ার পরও এখন কেন গুম খুন ও নিখোঁজের ঘটনা ঘটবে তা আমাদেরকে ভাবিয়ে তুলে। একজন সহজ সরল ইসলামিক নেতা তাকে গুম করার পরও আইনশৃংখলা বাহিনী উদ্ধার করতে না পারাটা সুনামগঞ্জবাসির জন্য লজ্জার বিষয়। অবিলম্বে নিখোঁজ মোশতাক আহমদকে দ্রæত উদ্ধার করে তার পরিবারের নিকট পৌছে দিতে সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট জোর দাবী জানিয়ে শহরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন,জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভপুরী, জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা নুর হোসাইন আজিজ,মুফতি তাফাজ্জুল হক,জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ তাহা হোসাইন,মাওলানা আব্দুশ শহিদ,মাওলানা তায়েফ আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা যুবায়ের সাদী, মুফতি আব্দুল মালিক ত্বাহা, মাওলানা আহমদ শফী, মাওলানা হাফিজুর রহমান মারুফ ও মাওলানা মনজুর আহমদ প্রমুখ।