০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত, একজনকে ওসমানীতে প্রেরণ

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময়ঃ ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ১০৭ বার পড়া হয়েছে।

জেলা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ জুন) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ট্রাফিক পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন আলামিন ও তার ছোট ভাই ইসমাইল। ঘটনার দিন চাঁদাবাজ চক্রের সদস্য রুহেল ( জসিমের ছেলে) ও সুহেল এসে তাদের কাছে ২০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে দুই ভাইয়ের ওপর ছুরি নিয়ে হামলা চালায় তারা।

 

এ সময় আলামিন ও ইসমাইল দুইজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন আহতদের মধ্যে ইসমাইলের পেট ও বুকে ছুরির আঘাত রয়েছে। রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় আমরা তাকে সিলেটে রেফার করি।”

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত আরিফ উল্লা বলেন ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোন মামলা হয়নি, মামলা হলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত, একজনকে ওসমানীতে প্রেরণ

আপডেট সময়ঃ ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

জেলা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ জুন) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ট্রাফিক পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন আলামিন ও তার ছোট ভাই ইসমাইল। ঘটনার দিন চাঁদাবাজ চক্রের সদস্য রুহেল ( জসিমের ছেলে) ও সুহেল এসে তাদের কাছে ২০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে দুই ভাইয়ের ওপর ছুরি নিয়ে হামলা চালায় তারা।

 

এ সময় আলামিন ও ইসমাইল দুইজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন আহতদের মধ্যে ইসমাইলের পেট ও বুকে ছুরির আঘাত রয়েছে। রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় আমরা তাকে সিলেটে রেফার করি।”

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত আরিফ উল্লা বলেন ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোন মামলা হয়নি, মামলা হলে দোষীদের আইনের আওতায় আনা হবে।