০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
তাহিরপুরের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
- আপডেট সময়ঃ ০২:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে।
তাহিরপুরে বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ । তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের নবী হোসেনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বালিজুড়ী বাজার থেকে তাকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তাহিরপুর থানার মামলা নং-১১, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪, ধারা 15(3)/25D The Special Powers Act, 1974-এর অধীনে মামলা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।