সিলেট বিআরটিএ-তে দুদকের অভিযান, উদ্ধার- চেক, টাকা

- আপডেট সময়ঃ ১১:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৭৬ বার পড়া হয়েছে।
সিলেট বিআরটিএ অফিসে পাওয়া গেছে হকিস্টিক, ব্ল্যাংক চেক ও টাকা। টাকা না দিলে হকিস্টিক দিয়ে মারধর করা হত। যারা নগদ টাকা দিতে পারতেন না তারা দিতেন ব্ল্যাংক চেক।
সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশনকে সামনে রেখে ঘুষ বাণিজ্যের অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব জিনিস উদ্ধার করে।
সম্প্রতি সিলেট বিআরটিএ অফিসে ৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্যে হয়েছে-এমন অভিযোগ উঠার পর বুধবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করে দুদক।
দুদক সিলেট সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সমকালকে জানিয়েছেন, কমিশনের নির্দেশনামত অভিযান করা হয়।
নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশনের নামে ঘুষ বাণিজ্য হচ্ছে- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা তারা পেয়েছেন। তিনি জানান, মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের রুম থেকে একটি প্রতিষ্ঠানে পাঁচটি ব্ল্যাংক চেক, তিনটি মোবাইল ফোন ও একটি হকিস্টিক এবং রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি নতুন সিএনজি অটোরিকশার পাঁচ হাজার রেজিস্ট্রেশন দেওয়া হবে-এমন খবর প্রচার করলে গাড়ি মালিক, শোরুম মালিকসহ পরিবহন শ্রমিক নেতারা যোগাযোগ শুরু করেন বিআরটিএ অফিসে। কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারি লাখ লাখ টাকা গ্রহণ করেন তাদের কাছ থেকে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে আটকে যায় রেজিস্ট্রেশন প্রক্রিয়াও।
সুত্র:সমকাল