সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন

- আপডেট সময়ঃ ০২:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২ বার পড়া হয়েছে।
০৫ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান শহিদ সোহাগ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর সহ স্থানীয় জনসাধারণ।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
সকাল ১০:০০ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আহত যোদ্ধাদের সম্মাননা, জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ; আগত জুলাই যোদ্ধাগণ; জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।